স্পেস ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো স্পেসএক্স

১২ নভেম্বর, ২০২০ ০২:১২  
স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল এবং ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে নিয়মিতভাবে নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসা-যাওয়ার ফ্ল্যাইট পরিচালনার অনুমতি পেয়েছে। নাসা আনুষ্ঠানিকভাবে স্পেসএক্সকে এই অনুমতি সনদ দিয়েছে। খবর এনগ্যাজেট। প্রায় ৪০ বছর আগে শুরু হওয়া স্পেস শাটলের মধ্যে এই প্রথম নাসা কোনো মহাকাশযানকে এ ধরণের স্বীকৃতি দিয়েছে। এটি নাসা ও স্পেসএক্সের জন্য একটি বড় অর্জন বলে দাবি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত কয়েক বছর ধরে একাধিক পরীক্ষা ও ডেমো ফ্লাইট পরিচালনার মাধ্যমে স্পেসএক্স তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ইলন মাস্কের নেতৃত্বাধীন কোম্পানিটি মে মাসে ডেমো-২ ফ্লাইটের মাধ্যমে নভোচারী বব বেনকেন এবং ডগ হার্লিকে মহাকাশ স্টেশনে সফলভাবে নিয়ে গেছে ও নিয়ে এসেছে। ডিবিটেক/বিএমটি